Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ক্ষুদ্র আয়তন, সীমিত সম্পদ অথচ অধিক জনসংখ্যা সংকুল বাংলাদেশে মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনার গুরু  দায়িত্ব পালন করে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়টি উপজেলার প্রাণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে অবস্থিত। অত্র কার্যালয় উখিযা উপজেলায় সদর ক্লিনিক, আরডি,  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কিশোর কিশোরী সেবা সহ বিভিন্ন সরকারী কর্মসূচী সাফল্যের সাথে পরিচালনা করে চলছে। অশিক্ষা, কুসংস্কার, গোঁড়ামী ও রক্ষণশীলতা এখানকার কার্যক্রমে গতিশীলতার পথে প্রধান অন্তরায় । তার উপর রয়েছে পর্যাপ্ত জনবল ও কাঠামোগত সুযোগ-সুবিধার অভাব। তা’সত্ত্বেও কর্মরত সকলের ঐকান্তিক নিষ্ঠা ও প্রচেষ্টার ফলে সাম্প্রতিক বছর গুলোতে বিভাগীয় কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগ তাঁদের কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার আপামর জনসাধারণ, জনপ্রতিনিধিবৃন্দ, সামাজিক  ও ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং গণমাধ্যম সমূহের অব্যাহত সমর্থন এবং সহযোগিতা কৃতজ্ঞতার সাথে প্রত্যাশা করে

এক নজরে উখিয়া উপজেলা-

আয়তন- ২৬১.৮০ বর্গকিলোমিটার
    মোট জনসংখ্যা- ২,২০,৪৫০ জন
    পুরুষ- ১,১১,৬৭১ জন
    মহিলা- ১,০৮,৭৭৯ জন
    মোট ইউনিয়ন- ০৫ টি
    মোট  ওয়ার্ড- ৪৫ টি
    মোট ইউনিট- ২৯ টি
    মোট গ্রাম- ১৮৯ টি
    মোট খানা- ৩৭,০০২ টি
    অধিক্ষেত্র-  ০৩ টি ( ক্লিনিক , নন- ক্লিনিক, এমসিএইচ)
    মোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - ৩ টি (মানোন্নীত-০৩ টি)
    উপ-স্বাস্থ্য কেন্দ্র-০৩ টি
    আরডি-০১ টি
    ২৪ ঘন্টা  নরমাল ডেলিভারীর ব্যবস্থা- ০৪ টি       

    সিএসবিএ- এর সংখ্যা- ১২ জন
    কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা- ১৭ টি
    স্যাটেলাইট ক্লিনিক এর সংখ্যা- ৪০ টি