কক্সবাজার শহরস্থ বাস টার্মিনাল হতে বাস (সীলাইন) বা সিএনজি যোগে (ভাড়া-বাস ৪০/-, সিএনজি-৯০/-) আরাকান সড়কে রওনা দিবেন। বাসে উঠার সময় বলে রাখবেন যেন উখিয়া হাসপাতাল নামিয়ে দেয়। টার্মিনাল হতে উখিয়া হাসপতালের দূরুত্ব ৩৩ কিলোমিটার। উখিয়া প্রবেশের মূখে প্রথমে পড়বে বিজিবি চেকপোষ্ট, মরিচ্যা। এরপরে মরিচ্যা বাজার। এর ৫ কিমি পড়ে পড়বে কোর্টবাজার। এর ৪ কিমি পড়ে আরাকান সড়কের পাশে চোখে পড়বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া। সেখানে নেমে পথধরে হেটে হাসপাতালে উঠার পথে হাতের বামে নিচে পাবেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উখিয়া, কক্সবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস